December 3, 2025 1:00 PM

printer

ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আজ ৩৫টি দেশের প্রতিনিধিদের যৌথ আন্তর্জাতিক গণতন্ত্র ও নির্বাচনী সহায়তা প্রতিষ্ঠান ‘ইন্টারন্যাশনাল আইডিয়া’-র সভাপতি্র দায়িত্ব গ্রহণ করছেন

ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আজ ৩৫টি দেশের প্রতিনিধিদের যৌথ আন্তর্জাতিক গণতন্ত্র ও নির্বাচনী সহায়তা প্রতিষ্ঠান ‘ইন্টারন্যাশনাল আইডিয়া’-র সভাপতি্র দায়িত্ব গ্রহণ করছেন।  ২০২৬ সালের জন্য তাঁকেই সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, স্টকহোমে সদস্যদেশগুলোর কাউন্সিল বৈঠকে  তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন এবং গোটা বছর ৩৫টি দেশের প্রতিনিধিদের সভায় সভাপতিত্ব করবেন। ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত আইডিয়া বিশ্বজুড়ে গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও নির্বাচনী প্রক্রিয়া শক্তিশালী করার কাজ করে। ভারত এই সংস্থার প্রতিষ্ঠাতা সদস্যদের অন্যতম। কমিশনের দাবি, বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশের স্বচ্ছ ও বিস্তৃত নির্বাচনী অভিজ্ঞতা আইডিয়া-র কাজে নতুন দিশা দেবে। সভাপতি হিসেবে জ্ঞানেশ কুমার নির্বাচন ব্যবস্থার আধুনিকীকরণ, প্রযুক্তিনির্ভর সংস্কার, তথ্যবিনিময় এবং আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর ক্ষেত্রে নেতৃত্ব দেবেন। কমিশন জানিয়েছে, ভারতের সুসংগঠিত ও স্বচ্ছ নির্বাচনী প্রক্রিয়ার অভিজ্ঞতা অন্য দেশগুলোর সঙ্গে ভাগ করে নেওয়া হবে। ইসি-র প্রশিক্ষণ সংস্থা আইআইডিইএম ইতিমধ্যেই ২৮টি দেশের সঙ্গে সমঝোতা স্মারক করেছে এবং ১৪২টি দেশের ৩ হাজারেরও বেশি আধিকারিককে প্রশিক্ষণ দিয়েছে। কমিশন বলেছে, ভুয়ো খবর, ভোটার ভীতি, তথ্যবিকৃতি—এ ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় ভবিষ্যতে আন্তর্জাতিক স্তরে আরও সমন্বিত উদ্যোগ নেওয়া হবে।