November 26, 2025 9:53 PM

printer

ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, ৩৫টি দেশের প্রতিনিধিদের যৌথ আন্তর্জাতিক গণতন্ত্র ও নির্বাচনী সহায়তা প্রতিষ্ঠান ‘ইন্টারন্যাশনাল আইডিয়া’-র সভাপতি হচ্ছেন।

ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার৩৫টি দেশের প্রতিনিধিদের যৌথ আন্তর্জাতিক গণতন্ত্র ও নির্বাচনী সহায়তা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল আইডিয়া’-র সভাপতি হচ্ছেন। ২০২৬ সালের জন্য তাঁকেই সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছেআগামী ৩ ডিসেম্বর স্টকহোমে সদস্যদেশগুলোর কাউন্সিল বৈঠকে  তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন এবং গোটা বছর ৩৫টি দেশের প্রতিনিধিদের সভায় সভাপতিত্ব করবেন। ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত আইডিয়া বিশ্বজুড়ে গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও নির্বাচনী প্রক্রিয়া শক্তিশালী করার কাজ করে। ভারত এই সংস্থার প্রতিষ্ঠাতা সদস্যদের অন্যতম। কমিশনের দাবিবিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশের স্বচ্ছ ও বিস্তৃত নির্বাচনী অভিজ্ঞতা আইডিয়া-র কাজে নতুন দিশা দেবে। সভাপতি হিসেবে জ্ঞানেশ কুমার নির্বাচন ব্যবস্থার আধুনিকীকরণপ্রযুক্তিনির্ভর সংস্কারতথ্যবিনিময় এবং আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর ক্ষেত্রে নেতৃত্ব দেবেন। কমিশন জানিয়েছেভারতের সুসংগঠিত ও স্বচ্ছ নির্বাচনী প্রক্রিয়ার অভিজ্ঞতা অন্য দেশগুলোর সঙ্গে ভাগ করে নেওয়া হবে। ইসি-র প্রশিক্ষণ সংস্থা আইআইডিইএম ইতিমধ্যেই ২৮টি দেশের সঙ্গে সমঝোতা স্মারক করেছে এবং ১৪২টি দেশের ৩ হাজারেরও বেশি আধিকারিককে প্রশিক্ষণ দিয়েছে। কমিশন বলেছেভুয়ো খবরভোটার ভীতিতথ্যবিকৃতিএ ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় ভবিষ্যতে আন্তর্জাতিক স্তরে আরও সমন্বিত উদ্যোগ নেওয়া হবে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।