ভারতের মীরাবাই চানু নরওয়ের ফোরদে’তে বিশ্ব ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে ৪৮ কেজি বিভাগে রুপো পেয়েছেন। ২০২২ এর পর এটি তাঁর প্রথম বিশ্ব চ্যাম্পিয়নশিপ। ২০২৪-এ প্যারিস অলিম্পিক্সে চতুর্থ স্থান অধিকার করার পর এটি তাঁর দ্বিতীয় প্রতিযোগিতা। স্ন্যাচ এবং ক্লিন ও জার্ক মিলিয়ে মোট ১৯৯ কেজি ভার উত্তোলন করে প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান পেয়েছেন। মোট ২১৩ কেজি ভারোত্তোলন করে সোনা জিতেছেন কোরিয়ার রি সোং গাং। অলিম্পিক্সে পদকজয়ী মীরাবাই চানু, চলতি বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১৪ সদস্যের ভারতীয় দলের নেতৃত্ব দিচ্ছেন। এই প্রতিযোগিতা চলবে ১১ অক্টোবর পর্যন্ত।
Site Admin | October 3, 2025 9:28 AM
ভারতের মীরাবাই চানু নরওয়ের ফোরদে’তে বিশ্ব ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে ৪৮ কেজি বিভাগে রুপো পেয়েছেন
