ভারতের মানুষ শাহ্ ও দিয়া চিটালে জুটি ওমানে WTT কন্টেন্ডার মাস্কট টেবিল টেনিস প্রতিযোগিতায় মিক্সড ডাবলস্ খেতাব জিতেছে। তৃতীয় বাছাই এই ভারতীয় জুটি চতুর্থ বাছাই চীনের হুয়াং ঔজেং এবং সি জুনিয়াওকে ফাইনালে ৩-২-এ হারিয়ে দেন। কোন WTT প্রতিযোগিতায় বিশ্বের ৮ নম্বর স্হানাধিকারী মানুষ ও দিয়া-র এটি দ্বিতীয় মিক্সড ডাবলস্ খেতাব। এর আগে গত বছর এপ্রিলে তারা টিউনিসে এই খেতাব জয় করেন।
Site Admin | January 24, 2026 12:32 PM
ভারতের মানুষ শাহ্ ও দিয়া চিটালে জুটি ওমানে WTT কন্টেন্ডার মাস্কট টেবিল টেনিস প্রতিযোগিতায় মিক্সড ডাবলস্ খেতাব জিতেছে