ভারতের ব্যাডমিন্টন তারকা সাত্ত্বিক সাইরাজ ও চিরাগ শেট্টি জুটি আজ চীনের হাংজউতে BWF World Tour Final প্রতিযোগিতায় পুরুষদের ডাবলসে তাঁদের ওপেনিং ম্যাচে জয়লাভ করেছেন। অলিম্পিকে রৌপ্য পদকজয়ী ও বিশ্ব রাঙ্কিংয়ে ৫ নম্বরে থাকা চীনের Liang Wei Keng এবং Wang Chang জুটিকে 12-21, 22-20, 21-14 গেমে হারিয়ে Group B এর এই ম্যাচ জিতে নেন তাঁরা ।
উল্লেখ্য, সাত্ত্বিক বিশ্ব রাঙ্কিংয়ে ৩ নম্বর স্থানে রয়েছেন । এশিয়ান গেমস চ্যাম্পিয়ন সাত্ত্বিক ও চিরাগ আগামিকাল ইন্দোনেশিয়ার Fajar Alfian ও Muhammad Shohibul Fikri জুটির মত কঠিন প্রতিদ্বন্দ্বির মুখোমুখি হবেন ।