August 2, 2025 5:54 PM

printer

ভারতের ব্যাডমিন্টন তারকা লক্ষ সেন ও থারুন মানেপল্লি ম্যাকাও ওপেন থেকে ছিটকে গিয়েছেন।

ভারতের ব্যাডমিন্টন তারকা লক্ষ সেন ও থারুন মানেপল্লি ম্যাকাও ওপেন থেকে ছিটকে গিয়েছেন। আজ ম্যাকাওয়ের ইস্ট এশিয়ান গেমস ডোমে পুরুষদের সিঙ্গলসের সেমি ফাইনালে লক্ষ সেন ইন্দোনেশিয়ার অলউই ফারহানের কাছে দুই সেটে ১৬-২১, ৯-২১ পয়েন্টে পরাজিত হয়েছেন। আরেক সেমি ফাইনালে থারুন মানেপল্লি মালয়েশিয়ার জাস্টিন হোর কাছে তিন সেটে ২১-১৯,১৬-২১,১৬-২১ পয়েন্টে পরাজিত হয়েছেন।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।