ভারতের ব্যাডমিন্টন তারকা আয়ুশ শেট্টি ব্যাডমিন্টনে পুরুষদের সিঙ্গলসের ক্রম তালিকায় ১২ নম্বরে উঠে এসেছেন।
সম্প্রতি US ওপেন, কানাডা ওপেনে ভালো পারফরমেন্সের জন্য তার র্যার্ঙ্কিংয়ের উন্নতি হয়েছে।
এছাড়া ভারতের পুরুষদের ডাবলস জুটি চিরাগ শেট্টি এবং সাত্ত্বিক সাইরাজ র্যানকিরেড্ডি ১০ নম্বরে আছেন।
মহিলাদের ডাবলসে তৃষা জলি এবং গায়ত্রী গোপিচাঁদ জুটি মহিলাদের ডাবলসে ৩ ধাপ নেমে ১১ নম্বরে রয়েছেন।
Site Admin | July 9, 2025 8:15 PM
ভারতের ব্যাডমিন্টন তারকা আয়ুশ শেট্টি ব্যাডমিন্টনে পুরুষদের সিঙ্গলসের ক্রম তালিকায় ১২ নম্বরে উঠে এসেছেন।
