ভারতের বিরুদ্ধে দ্বিতীয় ক্রিকেট টেস্টে দক্ষিণ আফ্রিকা সুবিধাজনক অবস্থায় রয়েছে। গুয়াহাটির বর্ষাপারা স্টেডিয়ামে আজ তৃতীয় দিনের শেষে দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসে ৩১৪ রানে এগিয়ে যায়। হাতে রয়েছে ১০ উইকেট। বিনা উইকেটে ৯ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে ভারতের প্রথম ইনিংস মধ্যাহ্নভোজের বিরতির পর ২০১ রানে শেষ হয়ে যায়।
যশস্বী জয়সওয়াল ৫৮, ওয়াশিংটন সুন্দর ৪৮ রান করেন। দক্ষিণ আফ্রিকার মার্কো জানসেন ছয় উইকেট নেন , সাইমন হারমার নেন তিন উইকেট।
এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা দিনের শেষে বিনা উইকেটে ২৬ রান করে। রায়ান রিকেলটন ১৩, এইডেন মার্করাম ১২ রানে অপরাজিত আছেন।
উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে করেছিলো ৪৮৯ রান।