ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি বলেছেন, পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ বিরতির ব্যাপারে বোঝাপড়া হলেও পাকিস্তানি সেনা বারবার অস্ত্রবিরতি লঙ্ঘন করেছে। নতুন দিল্লীতে সাংবাদিকদের ব্রিফিং-এ তিনি বলেন, সশস্ত্র বাহিনী এই লঙ্ঘনের যথাযথ এবং উপষুক্ত জবাব দিচ্ছে। তবে নতুন দিল্লী এই ধরনের লঙ্ঘনকে খুব জরুরী বিষয় হিসাবেই নিচ্ছে।
ভারত পাকিস্তানকে এই সংঘর্ষ বিরতি লঙ্ঘনের সমাধানে এবং পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করে উপযুক্ত পদক্ষেপ নিতে বলেছে। শ্রী মিশ্রি জানান, সশস্ত্র বাহিনী পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। আন্তর্জাতিক সীমান্ত এবং নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘনের পুনরাবৃত্তির ক্ষেত্রে কঠোরভাবে মোকাবিলা করার নির্দেশ দেওয়া হয়েছে।