ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি দু-দিনের সরকারী সফরে আগামীকাল নেপাল যাচ্ছেন। তিনি সেদেশের বিদেশ সচিব অমৃত বাহাদূর রাই-এর আমন্ত্রণে এই সফরে যাচ্ছেন বলে আজ নতুন দিল্লিতে বিদেশমন্ত্রক সূত্রে জানানো হয়েছে। ভারত ও নেপালের মধ্যে দীর্ঘদিনের মৈত্রী সম্পর্ক সাম্প্রতিক সময়ে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার সহায়ক হচ্ছে। বিদেশমন্ত্রক জানিয়েছে, ভারতের প্রতিবেশী প্রথম নীতির আওতায় নেপালের সঙ্গে সম্পর্ককে উচ্চ অগ্রাধিকার দেওয়া হয়ে থাকে। উভয় দেশের মধ্যে নিয়মিত উচ্চ পর্যায়ের যে মত বিনিময় হয়ে থাকে – এই সফর তারই অঙ্গ বলে জানানো হয়েছে। এই সফরের মধ্য দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ হবে বলে বিদেশমন্ত্রক জানিয়েছে।
Site Admin | August 16, 2025 4:59 PM
ভারতের বিদেশ সচিব দু-দিনের সরকারী সফরে আগামীকাল নেপাল যাচ্ছেন
