ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ও বিশিষ্ট বিজ্ঞানী ডাঃ এপিজে আবদুল কালামের আজ মৃত্যুবার্ষিকী।ভারতের মহাকাশ গবেষণা ও ক্ষেপনাস্ত্র প্রযুক্তির ব্যাপারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সেই কারণে তাঁকে মিসাইল ম্যান অফ ইন্ডিয়া বলে সম্বোধন করা হত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ডাঃ কালামের স্মৃতির প্রতি আজ গভীর শ্রদ্ধা প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমের একটি পোস্টে তিনি বলেছেন, ডাঃ কালামকে মানুষ মনে রাখবেন, উৎসাহী দূরদৃষ্টি সম্পন্ন মানুষ, বিজ্ঞানী এবং মহান দেশপ্রেমিক হিসাবে। প্রধানমন্ত্রী আরও বলেন,শক্তিশালী ও উন্নত ভারত গড়ে তোলার লক্ষ্যে তাঁর দৃষ্টিভঙ্গী সবসময়ই প্রেরণা জোগাবে।
Site Admin | July 27, 2025 12:58 PM
ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ও বিশিষ্ট বিজ্ঞানী ডাঃ এপিজে আবদুল কালামের আজ মৃত্যুবার্ষিকী
