ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি দক্ষিণ আফ্রিকার টি -২০ ক্রিকেট লিগে প্রিটোরিয়া ক্যাপিটালস এর প্রধান কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন। এই প্রথম কোনো ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে নিযুক্ত হলেন সৌরভ। তিনি ইংল্যান্ডের জোনাথন ট্রটের জায়গায় এলেন। দক্ষিণ আফ্রিকা টি -২০ লিগ শুরু হবে ২৬ শে ডিসেম্বর। ২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর সৌরভ ক্রিকেট প্রশাসনে দায়িত্ব পালন করেছেন। ২০১৫ থেকে ১৯ সাল পর্যন্ত সি এ বি সভাপতি ছিলেন সৌরভ। ২০১৯ সালে আইপিএল এর দল দিল্লি ক্যাপিটালস এর মেন্টর হন। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হওয়ায়, সেই বছরই মেন্টরের দায়িত্ব ছাড়েন সৌরভ। ২০২২ সালে বোর্ড সভাপতির পদ থেকে সরে আসার পর ,ফের দিল্লি ক্যাপিটালস এর মেন্টর হয়েছিলেন। মহিলাদের প্রিমিয়ার লিগেও দিল্লি ক্যাপিটালস এর মেন্টর হন তিনি। বর্তমানে সৌরভ পুরুষদের আইসিসির ক্রিকেট কমিটির চেয়ারম্যান। আগামী ৯ ই সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকা টি -২০ ক্রিকেট লিগের নিলামে প্রিটোরিয়া ক্যাপিটালস এর জন্য ভালো দল গড়াই তার লক্ষ্য থাকবে।
Site Admin | August 24, 2025 9:32 PM
ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি দক্ষিণ আফ্রিকার টি -২০ ক্রিকেট লিগে প্রিটোরিয়া ক্যাপিটালস এর প্রধান কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন
