May 4, 2025 8:16 PM

printer

ভারতের প্রথম world অডিও ভিজ্যুয়াল entertainment শীর্ষ সম্মেলন (ওয়েভস) ২০২৫ আজ মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে শেষ হয়েছে।

ভারতের প্রথম world অডিও ভিজ্যুয়াল entertainment শীর্ষ সম্মেলন (ওয়েভস) ২০২৫ আজ মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে শেষ হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া চার দিনের এই শীর্ষ সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শীর্ষ সম্মেলনে ৯০ টিরও বেশি দেশের অংশগ্রহণ ছিল, যার মধ্যে দশ হাজারেরও বেশি প্রতিনিধি উপস্থিত ছিলেন। 

তথ্য ও সম্প্রচার সচিব সঞ্জয় জাজু বলেছেন  WAVES-এ অংশগ্রহণকারী প্রত্যেক সৃজনশীল ব্যক্তিত্ব তারকা ব্যক্তিত্বে উন্নীত হচ্ছেন। সচিব মুম্বাইয়ে WAVES-এর সময় এক সাংস্কৃতিক অধিবেশনে ভাষণ দিচ্ছিলেন।  ক্রিয়েট ইন ইন্ডিয়া চ্যালেঞ্জ (CIC)-এ প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণকারী সঙ্গীতশিল্পীরা তাদের পরিবেশনার মাধ্যমে ভারতের মূল ভাবধারাকে উপস্থাপন করেছেন। কেন্দ্রীয় সরকার প্রতিযোগিতার বিজয়ীদের ভবিষ্যতে  বিভিন্ন আন্তর্জাতিক অনুষ্ঠানে অংশ গ্রহনের জন্য উদ্যোগী হবেন।  

শ্রী জাজু জানান,   আন্তর্জাতিক মঞ্চে ভারতে মূল ভাবধারাকে তুলে ধরার জন্য পেশাদার ব্যান্ডের অভাব রয়েছে,  WAVES এই অনন্য প্রতিভা খুঁজে পেতে সাহায্য করেছে। আকাশবাণী সংবাদকে  একান্ত এক সাক্ষাতকারে তিনি  বলেন  WAVES বিনিয়োগ, ব্যবসা, শিল্প ও সংস্কৃতির জন্য অতুলনীয় এক অবিশ্বাস্য মঞ্চ, যা গনআন্দোলনে পরিণত হয়েছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।