December 29, 2025 10:54 PM

printer

ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা – DRDO আজ প্রথমবার দীর্ঘ পাল্লার রকেট পিণাক এর সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে।

ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা – DRDO আজ প্রথমবার দীর্ঘ পাল্লার রকেট পিণাক এর সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে। চাঁদিপুরে এই উৎক্ষেপণের খবর জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। 

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই সাফল্যের জন্য ডিআরডিওকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন এর ফলে সশস্ত্র বাহিনীর সামর্থ্য অনেকখানি বৃদ্ধি পাবে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।