ভারতের পিভি সিন্ধু, প্রিয়াংশু রাজাওয়াত এবং কিরণ জর্জ চীনের নিংবোতে ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের সিঙ্গলসের প্রি-কোয়ার্টার ফাইনালে উঠেছেন। মহিলা সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে
দু’বারের অলিম্পিক পদকজয়ী সিন্ধু আজ জাপানের আকানে ইয়ামাগুচির মুখোমুখি হবেন। গতকাল প্রথম রাউন্ডে ইন্দোনেশিয়ার এস্টার নুরুমি ত্রি ওয়ারদোয়োকে ২১-১৫, ২১-১৯-এ হারিয়ে দেন তিনি।
পুরুষদের সিঙ্গলসে দ্বিতীয় রাউন্ডে কিরণ জর্জ, থাইল্যান্ডের কুনলাভুত ভিটিডসার্নের বিরুদ্ধে কোর্টে নামবেন। প্রথম ম্যাচে জর্জ ২১-১৬, ২১-৮ ব্যবধানে হারান কাজাখস্তানের দিমিত্রি পানারিনকে। দ্বিতীয় রাউন্ডে জাপানের কোদাই নারোকার মুখোমুখি হবেন প্রিয়াংশু রাজাওয়াত।
পুরুষদের ডাবলসের দ্বিতীয় রাউন্ডে ভারতের রুবন কুমার রেথিনাসাবাপতি ও হরিহরণ আমসাকারুনান জুটি মালয়েশিয়ার প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে খেলবেন।
Site Admin | April 10, 2025 9:02 AM
ভারতের পিভি সিন্ধু, প্রিয়াংশু রাজাওয়াত এবং কিরণ জর্জ চীনের নিংবোতে ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের সিঙ্গলসের প্রি-কোয়ার্টার ফাইনালে উঠেছেন।
