ভারতের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠি আজ কলম্বোতে দ্বাদশ গল সংলাপে বক্তব্য পরিবেশন করবেন। চার দিনের সরকারী সফরের দ্বিতীয় দিনে গতকাল তিনি শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ডঃ হারিণী অমরাসুরিয়ার সঙ্গে সাক্ষাৎ ক’রে দু’দেশের দ্বিপাক্ষিক প্রতিরক্ষা এবং সামুদ্রিক সহযোগিতা জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। শ্রীলঙ্কার নৌ, বিমানবাহিনী এবং স্থলসেনার ঊর্ধ্বতন প্রতিরক্ষা আধিকারিক এবং কমান্ডারদের সঙ্গেও তিনি দু’দেশের যৌথ প্রশিক্ষণ সহ নানা বিষয়ে কথা বলেন।
ভারত মহাসাগর অঞ্চলে ভারত-শ্রীলঙ্কার গভীর ঐতিহাসিক এবং কৌশলগত অংশীদারিত্ব তুলে ধরে অ্যাডমিরাল ত্রিপাঠি পারস্পরিক বিশ্বাস, পারস্পরিক সহযোগিতা এবং প্রযুক্তিগত পরিবর্তনের তাৎপর্যের কথা উল্লেখ করেন। জলদস্যু মোকাবিলা এবং মাদক পাচার প্রতিরোধ অভিযানে পূর্ববর্তী সাফল্যের কথা তুলে করে, তিনি দু’দেশের সশস্ত্র বাহিনীর সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান।