September 11, 2025 10:06 AM

printer

ভারতের নূপুর শেওরান বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালে পৌঁছে দেশের হয়ে প্রথম পদক নিশ্চিত করেছেন।

ভারতের নূপুর শেওরান বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালে পৌঁছে দেশের হয়ে প্রথম পদক নিশ্চিত করেছেন। ইংল্যান্ডের লিভারপুলে গতকাল মহিলাদের ৮০ কেজি প্লাস বিভাগে নুপুর উজবেকিস্তানের বক্সার ওল্টিনয়  সতিমবোয়েভাকে ৪-১ ব্যবধানে  হারিয়ে শেষ চারে পৌঁছেছেন।  ২৬ বছর বয়সী নুপুর বিশ্ব চ্যাম্পিয়নশিপে সরাসরি কোয়ার্টার ফাইনাল থেকে অভিযান শুরু করেছেন।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।