ভারতের নির্বাচন কমিশন, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের দ্বিতীয় দফায় পশ্চিমবঙ্গ সহ ১২ টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে এস আই আরের ঘোষনা করেছে। অন্য রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলি হলো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, লাক্ষাদ্বীপ, ছত্তিশগড়, গোয়া গুজরাত, কেরালা, মধ্যপ্রদেশ, পুদুচেরী, রাজস্থান, তামিলনাড়ু এবং উত্তরপ্রদেশ। নতুন দিল্লীর বিজ্ঞান ভবনে আজ এক সাংবাদিক বৈঠকে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানান, ভোটার তালিকাকে আরো স্বচ্ছ ও ত্রুটিমুক্ত রাখতেই এই বিশেষ নিবিড় সংশোধন করা হচ্ছে। পর্যায়ভিত্তিক উপায়ে এস আই আর করা হবে। প্রথম দফার এস আই আরের প্রেক্ষিতে কোনো আবেদন নির্বাচন কমিশনের কাছে জমা পড়েনি বলে তিনি জানান।
শ্রী কুমার জানান, দ্বিতীয় দফার এস আই আরের আওতায় আসবেন ৫১ কোটির বেশী ভোটার। বারোটি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলের সবকটিতেই আজ মধ্যরাত থেকে ভোটারতালিকা ফ্রিজ করে দেওয়া হবে। আগামীকাল থেকে শুরু হবে এনুমারেশন ফর্ম ছাপা ও বি এল ও দের প্রশিক্ষনের কাজ। চৌঠা নভেম্বর থেকে পরবর্তী এক মাস এস আই আরের কাজ চলবে। খসড়া তালিকা প্রকাশিত হবে ৯ই ডিসেম্বর। ২০২৬ এর ৭ই ফেব্রুয়ারী প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা।