ভারতের নির্বাচন কমিশন আজ থেকে বিশেষ নিবিড় সংশোধন এসআইআর দেশের ন’টি রাজ্য ও তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু করেছে। এই প্রক্রিয়ায় এন্যুমারেশন ফর্ম বিতরণের কাজ শুরু হয়েছে। রয়েছেন প্রায় ৫১ কোটি ভোটার।
আগামী বছরের ৭ ই ফেব্রুয়ারি, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের মাধ্যমে এসআইআর-এর কাজ সম্পন্ন হবে। উল্লেখ্য, বিহারে ৭.৪২ কোটি নাম সম্বলিত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছিল। এবারের পর্যায়ে পশ্চিমবঙ্গ সহ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, লাক্ষাদ্বীপ, ছত্তিশগড়, গোয়া, গুজরাট, কেরালা, মধ্যপ্রদেশ, পুদুচেরি, রাজস্থান, তামিলনাড়ু এবং উত্তরপ্রদেশ অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, পুদুচেরি এবং কেরালায় ২০২৬ সালে বিধানসভা নির্বাচন হওয়ার কথা।
SIR আজ গণনার পর্যায় দিয়ে শুরু হবে চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত। খসড়া ভোটার তালিকা ৯ ডিসেম্বর প্রকাশ করা হবে। ৭ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখে চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে।
স্বাধীনতার পর এটি নবম সংশোধনী। ২০০২ থেকে ২০০৪ সালের মধ্যে শেষবার এসআইআর করা হয়েছিল।
ইসির মতে, SIR-এর লক্ষ্য হল কোনও যোগ্য নাগরিককে তালিকা থেকে বাদ না দেওয়া নিশ্চিত করা এবং অবৈধ-অযোগ্যদের নাম বাদ দেওয়া।