ভারতের নির্বাচন কমিশন, আজ নতুন দিল্লীতে চার রাজ্য থেকে আসা ৩৭৩ জন নির্বাচন কর্মীর অষ্টম দলকে প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু করেছে। অনুষ্ঠানে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেন, আইন মেনে কঠোরভাবে স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়া সুনিশ্চিত করতে এধরনের প্রশিক্ষণমূলক অনুষ্ঠান অত্যন্ত জরুরী। এর মাধ্যমে অংশগ্রহণকারীরা চূড়ান্ত ভোটার তালিকা সম্পর্কিত প্রথম এবং দ্বিতীয় আবেদনের সংস্হানগুলির সঙ্গে পরিচিত হতে পারবেন। ভোটার নিবন্ধিকরণ, নির্বাচনী প্রক্রিয়াকে বাস্তবায়িত করা ছাড়াও একাধিক বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার উদ্দেশ্যেই এই কর্মসূচী।
Site Admin | May 29, 2025 6:54 PM
ভারতের নির্বাচন কমিশন, আজ নতুন দিল্লীতে চার রাজ্য থেকে আসা ৩৭৩ জন নির্বাচন কর্মীর অষ্টম দলকে প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু করেছে।
