August 13, 2025 9:55 PM

printer

ভারতের নম্রতা বাত্রা চিনে আয়োজিত ওয়ার্ল্ড গেমসের  উশুতে মহিলাদের ৫২ কেজি বিভাগে রৌপ্য পদক জয় করেছেন

ভারতের নম্রতা বাত্রা চিনে আয়োজিত ওয়ার্ল্ড গেমসের  উশুতে মহিলাদের ৫২ কেজি বিভাগে রৌপ্য পদক জয় করেছেন। গতকাল ফাইনালে তিনি চীনের মেঙ্গুই চেনের কাছে ২-০ ব্যবধানে পরাজিত হন।ওয়ার্ল্ড গেমসে ভারত উশুতে এই প্রথম পদক পেলো।

উল্লেখ্য, এবারের ওয়ার্ল্ড গেমসে এটি ভারতের দ্বিতীয় পদক। পুরুষদের কম্পাউন্ড তীরন্দাজিতে ভারতের ঋষভ যাদব ব্রোঞ্জ পেয়েছেন

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।