মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

September 9, 2024 11:01 AM

printer

ভারতের দীপালি থাপা, এশিয় স্কুল গার্ল বক্সিং চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন।

ভারতের দীপালি থাপা, এশিয় স্কুল গার্ল বক্সিং চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন। ভারত প্রতিযোগিতায় সাতটি বিভাগে চ্যাম্পিয়ন হলো। সংযুক্ত আরব আমিরশাহীর আল-আইনে ৩৩ কেজি বিভাগে গতকাল ফাইনালে দীপালি ইউক্রেনের লিউমাইলা ভ্যাসিলচেঙ্কো-কে হারিয়ে দেন। ৩৫ কেজি বিভাগে ভারতের ভূমি, কাজাখস্তানের আসেল জালিমবেকোভা-কে হারিয়ে ভারতকে দ্বিতীয় খেতাব এনে দেন। ৩৭ কেজি-তে নিশ্চল শর্মা ইউক্রেনের মারিয়া মাতসিউরা কে পরাজিত করে খেতাব জিতেছেন। ৪৩ কেজি-তে রাখি, ৫২ কেজি তে নৈতিক, ৬৭ কেজিতে ত্রুষনা বিনায়ক মোহিতে চ্যাম্পিয়ন হয়েছেন।