ভারতের দিব্যা দেশমুখ প্রথম ভারতীয় মহিলা হিসেবে ফিডে দাবা বিশ্বকাপ জিতে ইতিহাস সৃষ্টি করেছেন। জর্জিয়ার বাতুমিতে আজ স্বদেশীয় কোনেরু হাম্পিকে হারিয়ে চতুর্থ ভারতীয় মহিলা গ্র্যান্ডমাস্টার হলেন দিব্যা। পর পর ২ দিন ক্লাসিক্যাল গেম ড্র হওয়ার পর আজ টাইব্রেকারে 2.5-1.5 পয়েন্টে বাজিমাত করেন উনিশ বছরের দিব্যা। প্রথম Rapid গেমে সাদা গুটি নিয়ে খেললেও দ্বিতীয় Rapid গেমে কালো গুটি নিয়ে খেলতে হয় তাঁকে। অভিজ্ঞতায় অনেকটা পিছিয়ে থাকলেও ৩৪টি চালের পর জয় ছিনিয়ে নেন দিব্যা। এই জয়ের ফলে ক্যান্ডিডেটস টুর্নামেন্টে নিজের আসন সুনিশ্চিত করেছেন তিনি। প্রথমবার বিশ্বকাপ জিতে তাঁকে আবেগপ্রবণ হয়ে পড়তে দেখা যায়। আজ থেকেই দিব্যা, গ্র্যান্ড মাস্টার কোনেরু হাম্পি, দ্রোনাভাল্লি হারিকা এবং আর বৈশালীর সঙ্গে একই তালিকা ভুক্ত হলেন।
রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূ, ফিডে মহিলা বিশ্বকাপে জয়ী ও রানার্স আপ হওয়ায় দিব্যা দেশমুখ ও কোনেরু হাম্পিকে অভিনন্দন জানিয়েছেন। শ্রীমতি মূর্মূ বলেন, দুই ফাইনালিস্ট-ই দাবায় ভারতের দক্ষতাকে বিশ্বমঞ্চে তুলে ধরেছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও দিব্যাকে এই জয়ের জন্য শুভেচ্ছা জানান। এক বার্তায় তিনি বলেন, দিব্যার জয় তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। কোনেরু হাম্পিকেও অভিনন্দন জানিয়েছেন শ্রী মোদী।