ভারতের দাবাড়ু গ্র্যান্ডমাস্টার কোনেরু হাম্পি ফিডে দাবা র্যাঙ্কিং এ প্রথমস্থানে উঠে এসেছেন। সম্প্রতি প্রকাশিত মহিলা র্যাঙ্কিং এ হাম্পি ২২৪ পয়েন্ট নিয়ে তালিকায় শীর্ষে উঠে এসেছেন। জর্জিয়ার বাতুমীতে আয়োজিত দাবা বিশ্বকাপে রানার্স হয়েছেন তিনি। হাম্পি ছাড়াও এবারের দাবা বিশ্বকাপ চ্যাম্পিয়ন গ্র্যান্ডমাস্টার দিব্যা দেশমুখ ১৪০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন। এছাড়া ভারতের হরিকা দ্রোণাভেলি তালিকায় ৫৮.৫ পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছেন।
Site Admin | August 2, 2025 6:54 PM
ভারতের দাবাড়ু গ্র্যান্ডমাস্টার কোনেরু হাম্পি ফিডে দাবা র্যাঙ্কিং এ প্রথমস্থানে উঠে এসেছেন।