মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

October 20, 2024 12:05 PM

printer

ভারতের তারকা ব্যডমিন্টন খেলোয়াড় সুমিত নাগাল সুইস ইন্ডোরস প্রতিযোগিতার পুরুষদের সিঙ্গলসের যোগ্যতা অর্জন পর্বের প্রথম ম্যাচে জয় পেয়েছেন।

ভারতের তারকা ব্যডমিন্টন খেলোয়াড় সুমিত নাগাল সুইস ইন্ডোরস প্রতিযোগিতার পুরুষদের সিঙ্গলসের যোগ্যতা অর্জন পর্বের প্রথম ম্যাচে জয় পেয়েছেন। তিনি এর্জেন্টিনার ফাকুন্ডা দিয়াজ আকোস্টা-কে হারিয়ে দিয়েছেন। খেলার ফলাফল ৫-৭/ ৭-৬/ ৭-৬। টানা ৮ ম্যাচে পরাজয়ের পর সুমিত আবার জয়ে ফিরলেন। আজ সন্ধ্যায় দ্বিতীয় কোয়ালিফায়ারে তিনি অস্ট্রেলিয়ার জেমস ডাকওয়ার্থের মুখোমুখি হবেন।  

অন্যদিকে পুরুষদের ডাবলসের প্রি-কোয়ার্টার ফাইনালে ভারতের ইউকি ভাম্বরি ও ফ্রান্সের আলবানো অলিভিয়েত্তি জুটি আগামীকাল ব্রিটেনের জো সালিসবুরি ও নেদারল্যান্ডসের জা-জুলিয়েন রজারের বিরুদ্ধে খেলবেন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।