October 18, 2025 7:14 PM

printer

ভারতের তানভি শর্মা BWF বিশ্ব জুনিয়ার চ্যাম্পিয়ানশিপে মেয়েদের সিঙ্গলসের ফাইনালে উঠে পদক জয় নিশ্চিত করেছেন।

ভারতের তানভি শর্মা BWF বিশ্ব জুনিয়ার চ্যাম্পিয়ানশিপে মেয়েদের সিঙ্গলসের ফাইনালে উঠে পদক জয় নিশ্চিত করেছেন। গুয়াহাটিতে আজ সেমিফাইনালে তানভি, চীনের লিউ সি ইয়া-কে ১৫-১১, ১৫-৯ গেমে অনায়াসে হারিয়ে দেন।

 ফাইনালে তানভি, থাইল্যান্ডের প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হবেন।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।