ভারতের তানভি শর্মা BWF বিশ্ব জুনিয়ার চ্যাম্পিয়ানশিপে মেয়েদের সিঙ্গলসের ফাইনালে উঠে পদক জয় নিশ্চিত করেছেন। গুয়াহাটিতে আজ সেমিফাইনালে তানভি, চীনের লিউ সি ইয়া-কে ১৫-১১, ১৫-৯ গেমে অনায়াসে হারিয়ে দেন।
ফাইনালে তানভি, থাইল্যান্ডের প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হবেন।