October 19, 2025 7:02 PM

printer

ভারতের তন্বি শর্মা ওয়ার্ল্ড ব্যাডমিন্টন জুনিয়র চ্যাম্পিয়নশিপে রূপো জিতেছেন।

ভারতের তন্বি শর্মা ওয়ার্ল্ড ব্যাডমিন্টন জুনিয়র চ্যাম্পিয়নশিপে রূপো জিতেছেন। গুয়াহাটির ন্যাশনাল সেন্টার অফ এক্সিলেন্সে আজ মেয়েদের সিঙ্গলসের ফাইনালে তন্বি থাইল্যান্ডের অন্যপাত ফিচিতপ্রীচাসাকের কাছে ৭-১৫, ১২-১৫ স্ট্রেট গেমে পরাজিত হয়েছেন। ১৭ বছর পর এই প্রতিযোগিতায় কোনো পদক জিতলো ভারত। অপর্ণা পোপাত, সাইনা নেহওয়ালের পর তন্বি ভারতের তৃতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় যিনি প্রতিযোগিতার ফাইনালে পৌঁছেছেন ও রূপো জিতেছেন।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।