ভারতের টেস্ট দলের অধিনায়ক শুভমন গিল আইসিসির একদিনের ক্রিকেটের ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন। ৭৮৪ রেটিং পয়েন্ট অর্জন করেছেন তিনি। পাচঁ মাসেরও বেশি সময় মাঠের বাইরে থেকেও একদিনের দলের অধিনায়ক রোহিত শর্মা পাকিস্তানের বাবর আজমকে সরিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। তার সংগৃহীত রেটিং পয়েন্ট ৭৫৬।
৭৫১ রেটিং পয়েন্ট নিয়ে বাবর আজম রয়েছেন তৃতীয় স্থানে। বিরাট কোহলি চতুর্থ স্থান ধরে রেখেছেন, শ্রেয়স আইয়ার রয়েছেন অষ্টম স্থানে। একদিনের ক্রিকেটে বোলারদের ক্রমতালিকায় ভারতের কুলদীপ যাদব দ্বিতীয় স্থানে রয়েছেন, রবীন্দ্র জাদেজা রয়েছেন নবম স্থানে। টি -২০ ক্রিকেটে ব্যাটারদের ক্রমতালিকায় অভিষেক শর্মা ৮২৯ রেটিং পয়েন্ট অর্জন করে শীর্ষস্থান ধরে রেখেছেন। তিলক ভার্মা দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। বোলারদের ক্রমতালিকায় বরুন চক্রবর্তী চতুর্থ , রবি বিষ্ণই সপ্তম স্থান ধরে রেখেছেন। অর্শদীপ সিং নবম স্থানে উঠে এসেছেন।