ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল আগামীকাল মস্কোয় রুশ আধিকারিকদের সঙ্গে ভারত-রাশিয়া প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা বিষয়ে আলোচনা করবেন। রাশিয়া থেকে খনিজ তেল কেনার জন্য ভারতীয় পণ্যের ওপর মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপের হুশিয়ারির মধ্যে এই বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ। ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক ধার্য্য করেছে। ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ ভারত সস্তায় রাশিয়া থেকে তেল কিনে , তা বিক্রি করে মুনাফা করছে। এছাড়া রাশিয়া তেল বিক্রির অর্থে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। মস্কো সফরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দোভাল তেল নিয়ে রাশিয়ার সঙ্গে কথা বলবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের মধ্যে আসন্ন শীর্ষবৈঠক নিয়েও তিনি আলোচনা করবেন। এছাড়া প্রতিরক্ষা শিল্পে দুদেশের মধ্যে সহযোগিতা নিয়ে তিনি আলোচনা করবেন।
Site Admin | August 6, 2025 12:29 PM
ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল আগামীকাল মস্কোয় রুশ আধিকারিকদের সঙ্গে ভারত-রাশিয়া প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা বিষয়ে আলোচনা করবেন।
