ভারতের চিরাগ শেট্টি ও সাত্ত্বিক সাইরাজ রানকিরেড্ডি চায়না মাস্টার্স ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনালে পৌঁছেছেন। চীনের শেনজেনে সেমিফাইনালে আজ সন্ধ্যায় তারা মালয়েশিয়ান জুটি অ্যারন চিয়া এবং সো উই ইককে ২১-১৭,২১-১৪ গেমে পরাজিত করেন।
কোয়ার্টার ফাইনালে গতকাল চিরাগ এবং সাত্ত্বিকসাইরাজ চীনের জুটি রেন জিয়াং ইউ এবং শি হাওনানকে পরাস্ত করেছিলেন ।