মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

September 20, 2025 9:55 PM

printer

ভারতের চিরাগ শেট্টি ও সাত্ত্বিক সাইরাজ রানকিরেড্ডি চায়না মাস্টার্স ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনালে পৌঁছেছেন।

ভারতের চিরাগ শেট্টি ও সাত্ত্বিক সাইরাজ রানকিরেড্ডি চায়না মাস্টার্স ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনালে পৌঁছেছেন। চীনের শেনজেনে সেমিফাইনালে আজ সন্ধ্যায়   তারা মালয়েশিয়ান জুটি অ্যারন চিয়া এবং সো উই ইককে ২১-১৭,২১-১৪ গেমে পরাজিত করেন। 

কোয়ার্টার ফাইনালে গতকাল চিরাগ এবং সাত্ত্বিকসাইরাজ  চীনের জুটি রেন জিয়াং ইউ এবং শি হাওনানকে পরাস্ত করেছিলেন ।