মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

July 30, 2024 7:30 PM

printer

ভারতের কেরালার ওয়ানাড় জেলায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৯৩ জনে দাঁড়িয়েছে।

কেরালার ওয়েনাড়ে ভয়াবহ ভূমিধ্বসে মৃতের সংখ্যা বেড়ে ৯৩ হয়েছে  আরো অনেকেই ধসের নীচে চাপা পড়ে রয়েছেন বলে মনে করা হচ্ছে। আহত হয়েছেন ১২৮ জন।  কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন তিরুবনন্তপুরমে সাংবাদিকদের  বলেন, ৩৪ টি দেহ চিহ্নিত করা সম্ভব হয়েছে। রাত দুটো নাগাদ প্রথম ভূমিধ্বসের ঘটনাটি ঘটে। এরপরে  ভোর চারটে দশ নাগাদ আরো একবার ভূমিধ্বসের কবলে পড়ে   ওয়েনাড়।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী M.K.স্ট্যালিন, পশ্চিমবঙ্গের রাজ্যপাল C.V.আনন্দ বোস , কেরালার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে সব রকমের সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন।

উদ্ধারের কাজে NDRF ও অন্যান্য সংস্থার সঙ্গে সামিল হয়েছে সেনাবাহিনী। সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত এলাকার মধ্যে রয়েছে, মুন্ডাক্কাই, চূড়ামালা, আট্টামালা এবং নুলপুঢ়া গ্রাম। বহু মানুষ চালিয়ার নদীতে ভেসে গেছেন বলে আশঙ্কা করা হছে। উদ্ধারকারী দলের ২২৫ জন সেনাকর্মীর মধ্যে রয়েছেন চিকিৎসক দল’ও। বায়ুসেনার দুটি হেলিকপ্টারকে উদ্ধার ও ত্রাণের কাজে লাগানো হয়েছে।

 ভয়ঙ্কর এই বিপর্যয়ে বিপুল প্রাণহানি ও ক্ষয়ক্ষতির জন্য গভীর শোক প্রকাশ করে কেরালা সরকার আজ থেকে দুদিন শোক পালনের কথা ঘোষণা করেছে। এই সময় জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।    

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।