January 5, 2026 11:29 AM

printer

ভারতের উপকূল রক্ষী বাহিনীতে আজ অন্তর্ভূক্ত হতে চলেছে দেশীয় প্রযুক্তিতে তৈরি  প্রথম দূষণ নিয়ন্ত্রকারী  জলযান ‘সমুদ্র প্রতাপ’।

ভারতের উপকূল রক্ষী বাহিনীতে আজ অন্তর্ভূক্ত হতে চলেছে দেশীয় প্রযুক্তিতে তৈরি  প্রথম দূষণ নিয়ন্ত্রকারী  জলযান ‘সমুদ্র প্রতাপ’। গোয়ায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং  এর উদ্বোধন করবেন । ১১৪.৫ মিটার দীর্ঘ এই জলযানটি তৈরিতে ৬০ শতাংশেরও বেশি দেশীয় সরঞ্জাম ব্যবহৃত হয়েছে। ৪,২০০ টন ওজনের এই জলযান ২২ নটের বেশি গতি এবং ৬,০০০ নটিক্যাল মাইল পর্যন্ত চলার ক্ষমতা রাখে।  এটি সামুদ্রিক দূষণ নিয়ন্ত্রণ, অনুসন্ধান ও উদ্ধার অভিযান এবং সুরক্ষা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।