December 28, 2025 10:02 AM

printer

ভারতের আবহাওয়া বিভাগ আজ দিল্লি, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং উত্তর প্রদেশে ঘন থেকে অতি ঘন কুয়াশার পূর্বাভাস দিয়েছে।

ভারতের আবহাওয়া বিভাগ আজ দিল্লি, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং উত্তর প্রদেশে ঘন থেকে অতি ঘন কুয়াশার পূর্বাভাস দিয়েছে। এছাড়াও বিহার, পূর্ব মধ্যপ্রদেশ, জম্মু ও কাশ্মীর, লাদাখ, গিলগিট-বালতিস্তান এবং মুজাফফরাবাদে ঘন কুয়াশা থাকবে বলে জানিয়েছে আই এম ডি। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, ওড়িশা, সিকিম, উত্তরাখণ্ড, এবং উত্তর-পূর্ব ভারতেও একই রকম পরিস্থিতির আশা করা হচ্ছে। এই মাসের ৩১ তারিখ পর্যন্ত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ঝোড়ো হাওয়া সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আই এম ডি।

এদিকে, দিল্লি-জাতীয় রাজধানী অঞ্চলের বায়ুর মান অত্যন্ত খারাপ বলে জানিয়েছে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড।আজ সকাল ৭টা পর্যন্ত জাতীয় রাজধানীর গড় বায়ুর মান সূচক ৩৯১ রেকর্ড করা হয়েছে।