November 24, 2025 9:46 PM

printer

ভারতের আবহাওয়া বিভাগ আগামী দু দিনের মধ্যে উত্তর-পশ্চিম ভারতের বেশ কিছু অংশে সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমার পূর্বাভাস দিয়েছে।

ভারতের আবহাওয়া বিভাগ আগামী দু দিনের মধ্যে উত্তর-পশ্চিম ভারতের বেশ কিছু অংশে সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমার পূর্বাভাস দিয়েছে। আগামীকাল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকেরালামাহেতামিলনাড়ুপুদুচেরি এবং করাইকালের কিছু অংশে রয়েছে ভারি বৃষ্টির সম্ভাবনা। আজ রাতে এবং আগামীকাল ভোরে ঘন কুয়াশা পূর্বাভাস য়েছে পশ্চিম উত্তর প্রদেশআসামমেঘালয়নাগাল্যান্ডমণিপুরমিজোরাম এবং ত্রিপুরার বেশ কিছু অংশে। এদিকে, জাতীয় রাজধানী অঞ্চল দিল্লিতে, আজ রাত ৮টা পর্যন্ত আবহাওয়ার গুনগত মান (AQI) রেকর্ড করা হয়েছে ৩৭৭।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।