ভারতের আবহাওয়া দফতর- আইএমডি আজ দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, মহারাষ্ট্র, মরাঠওয়াড়া এবং পাঞ্জাবের কিছু অংশে শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে। উপকূলীয় অন্ধ্রপ্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। এছাড়াও এই মাসের ৫ তারিখ পর্যন্ত কেরল,মাহে, তামিলনাড়ু, পুদুচেরিও কারাইকালে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ হিমাচল প্রদেশ,নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম,ত্রিপুরা ও ওড়িশার বেশ কিছু অংশ কুয়াশাছণ্ণ থাকতে পারে।
এদিকে, দিল্লি-এনসিআর-এর বায়ুর মান অতি নিম্ন স্তর থেকে খারাপ স্তরে পৌঁছেছে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের তথ্য অনুযায়ী, গতকাল রাত ৯টা পর্যন্ত এই অঞ্চলের গড় বায়ু মানের সূচক বা AQI ৩০৮ রেকর্ড করা হয়েছে।