ভারতের আবহাওয়া দপ্তর IMD আগামী তিনদিন উত্তরাখণ্ডে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। হিমাচল প্রদেশ জম্মু-কাশ্মীর হরিয়ানা পশ্চিম উত্তরপ্রদেশে বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দপ্তর আজ কেরালার কোনো কোনো অঞ্চলে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। লাক্ষাদ্বীপে আজ ভারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে এছাড়া তামিলনাড়ু, কেরালা, মাহে, কর্ণাটক তটবর্তী, অন্ধপ্রদেশ, তেলেঙ্গানায় আগামী শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।
হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ, সিকিম, বিহার, উড়িষ্যা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ঝাড়খন্ড সহ দেশের পূর্ব ও পশ্চিমাঞ্চলে আগামী দুই থেকে তিন দিন বৃষ্টি ও ভারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
চলতি সপ্তাহে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দেশের উত্তর পূর্বাঞ্চলের কোনো কোনো অংশে।