মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

November 9, 2025 1:44 PM

printer

ভারতের আধ্যাত্মিক উত্তরণ এবং ঐতিহ্যে, জৈন দর্শনের অবদানের কথা উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণণ স্মরণ করেছেন

ভারতের  আধ্যাত্মিক  উত্তরণ এবং ঐতিহ্যে,  জৈন দর্শনের অবদানের কথা উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণণ স্মরণ করেছেন।  কর্ণাটকের হাসান জেলার শ্রাবনবেলগোলায় জৈন ঋষি  আচার্য্য  শান্তি সাগর মহারাজের স্মরণ সভায় বক্তব্য রাখতে গিয়ে উপরাষ্ট্রপতি বলেন , তামিল সাহিত্যে জৈন মুনি এবং পন্ডিতদের অত্যন্ত মূল্যবান অবদান আছে।  জৈন ধর্ম মূলত অহিংসা, আত্মসংযম এবং ত্যাগের ওপর গুরুত্ব দিয়েছে। বর্তমান বিশ্বে এই ধর্ম প্রকৃতপক্ষে শান্তি ও সম্প্রীতির বার্তা দেয়।

আচার্য্য শান্তি সাগর মহারাজ প্রকৃত শান্তি ও মুক্তির জন্য যে অনুসন্ধান করেছেন, তা সকলকে উদ্বুদ্ধ করে।  উপরাষ্ট্রপতি এ প্রসঙ্গে চন্দ্রগুপ্ত মৌর্যের জীবনের শেষ দিনগুলি শ্রাবনবেলগোলায় কাটানোর কথা উল্লেখ করেন।  অন্য আরেকটি প্রসঙ্গে জৈন ধর্মের সমস্ত ধর্মীয় লিপি ডিজিটালাইশড করার উদ্দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগকে তিনি ধন্যবাদ জানান।