December 10, 2025 1:56 PM

printer

ভারতের অন্যতম প্রধান সাংস্কৃতিক ও আধ্যাত্মিক উৎসব ‘দীপাবলি’ আজ ইউনেস্কোর ‘ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি’ বা মানবজাতির অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিনিধিত্বমূলক তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে

ভারতের অন্যতম প্রধান সাংস্কৃতিক ও আধ্যাত্মিক উৎসব দীপাবলি আজ ইউনেস্কোর ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি’ বা মানবজাতির অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিনিধিত্বমূলক তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেনপ্রতিটি ভারতীয়ের জন্য এটি এক আবেগঘন মুহূর্ত। দীপাবলি কেবল উদযাপন নয়এটি বেঁচে থাকার এক অনুভূতি যা প্রজন্মের পর প্রজন্ম ধরে হৃদয়ে স্থান করে নিয়েছে। এই স্বীকৃতি এক প্রানোবন্ত ঐতিহ্য হিসেবে দীপাবলিকে ভবিষ্যতেও উদযাপন করার দায়িত্ব সুনিশ্চিত করে বলে তিনি উল্লেখ করেন।

উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণান ইউনেস্কোর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় তিনি বলেন, এই আন্তর্জাতিন স্বীকৃতির জন্য দেশের প্রতিটি নাগরিক গর্বিত। এই উৎসব ভারতের বহুমুখী সংস্কৃতি, বহুত্ববাদ এওং সামাজিক ঐক্যকে সুনিশ্চিত করে। আশা, সম্প্রীতি এবং অন্ধকার দূর করে উৎসবকে সূচিত করার এক বার্তা দেয় দীপাবলী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেনদীপাবলিকে ইউনেস্কোর অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করা ভারতসহ সারা বিশ্বের মানুষ আনন্দিত। এক সামাজিক মাধ্যমে বার্তায় প্রধানমন্ত্রী জানানদীপাবলি ভারতের সংস্কৃতি ও মূল্যবোধের সঙ্গে গভীরভাবে যুক্ত এবং এই উৎসবকে তিনি দেশের সভ্যতার আত্মা বলে অভিহিত করেন। দীপাবলি আলোক ও ন্যায়ের প্রতীকএবং ইউনেস্কোর তালিকায় এর অন্তর্ভুক্তি আন্তর্জাতিক স্তরে এর স্বীকৃতি ও জনপ্রিয়তা আরও বাড়াবে।