October 11, 2025 11:59 AM

printer

ভারতের অনূর্ধ্ব-২৩ পুরুষ দল, ইন্দোনেশিয়াকে ২-১ গোলে পরাজিত করেছে

ভারতের অনূর্ধ্ব-২৩ পুরুষ দল গত রাতে জাকার্তায় অনুষ্ঠিত দুটি আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচের প্রথমটিতে ইন্দোনেশিয়াকে ২-১ গোলে পরাজিত করেছে। তিনটি গোলই প্রথমার্ধে হয়। সুহেল আহমেদ ভাট ৫ম এবং ২৬তম মিনিটে দুর্দান্ত দুটি গোল করে ভারতকে এগিয়ে দেন। তবে, ৪১তম মিনিটে ইন্দোনেশিয়ার ডনি ট্রাই পামুংকাস একটি গোল করেন । কিন্তু ভারত শেষ পর্যন্ত খেলায় আধিপত্য বজায় রেখেছিল।  

 

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।