ভারতের অনূর্ধ্ব ২০ মহিলা দল, এশিয়া রাগবি Emirates U20 প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক জিতেছে। বিহারের রাজগিরে গতকাল তৃতীয় স্থান দখলের লড়াইয়ে তারা উজবেকিস্তান কে হারিয়ে দেয়।
এই পদক জয়, ভারতের কাছে এক ঐতিহাসিক মুহূর্ত। এই প্রথম ভারত Asia Rugby Emirates U20 Sevens প্রতিযোগিতার আয়োজন এবং অনূর্ধ্ব ২০ মহিলা দল, ঘরের মাটিতে পদক জয় করল।
Site Admin | August 11, 2025 1:59 PM
ভারতের অনূর্ধ্ব ২০ মহিলা দল, এশিয়া রাগবি Emirates U20 প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক জিতেছে।
