August 20, 2025 10:36 PM

printer

ভারতের অনন্তজিত্ সিং নারুকা এশিয়ান শ্যুটিং চ্যাম্পিয়নশিপে পুরুষদের স্কিট বিভাগে সোনা জিতেছেন।

ভারতের অনন্তজিত্ সিং নারুকা এশিয়ান শ্যুটিং চ্যাম্পিয়নশিপে পুরুষদের স্কিট বিভাগে সোনা জিতেছেন। আজ কাজাখস্তানের সিমকেন্টে নারুকা ফাইনালে কুয়েতের মনসৌর আল রশিদিকে ৫৭-৫৬-তে পরাজিত করেন। ভারত ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম জুনিয়ার এবং ইউথ ইভেন্টেও সোনা পেয়েছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।