আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ICC’র জুলাই মাসের সেরা ক্রিকেটারের মনোনয়ন পেয়েছেন ভারতের অধিনায়ক শুভমন গিল, দক্ষিণ আফ্রিকার অধিনায়ক উইরান মুলডার এবং ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। শুভমন জুলাই মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে এন্ডারসন – টেন্ডুলকার ট্রফি সিরিজে ৫৬৭ রান করেছেন। একটি টেস্টে চারশোর বেশী রান করেছেন। মূলডার, জিম্বাবুয়ের বিরুদ্ধে ৩৬৭ রান ছাড়া সাতটি উইকেট নিয়েছেন।অন্যদিকে স্টোকস জুলাই মাসে ২৫১ রান এবং ১২ টি উইকেট পেয়েছেন।
Site Admin | August 6, 2025 8:50 PM
ভারতের অধিনায়ক শুভমান গিল আইসিসি, র জুলাই মাসে সেরা ক্রিকেটারের মনোনয়ন পেয়েছেন।
