ভারতীয় সেনা বাহিনী আজ ৭৯-তম ‘পদাতিক দিবস’ উদ্যাপন করছে। ১৯৪৭ সালের আজকের দিনেই কাশ্মীর উপত্যকায় স্বাধীনতার পর প্রথম ভারতের পদাতিক বাহিনী বহিঃশত্রুর আক্রমণ প্রতিহত করেছিল। দেশের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখন্ডতা রক্ষায় শিখ রেজিমেন্টের ফার্স্ট ব্যাটেলিয়ানের বিমান, শ্রীনগরে অবতরণ করে। ভারতীয় সেনাবাহিনীর এই সাহসী পদক্ষেপ এবং পদাতিক বাহিনীর পরাক্রম, পাকিস্তানী হানাদারদের ভিন্ন পরিকল্পনাকে ব্যর্থ করে দেয়। এই উপলক্ষ্যে পদাতিক বাহিনীর মহা নির্দেশক লেফটেন্যান্ট জেনারেল অজয় কুমার, সমস্ত প্রাক্তন এবং কর্তব্যরত সৈন্যদের শুভেচ্ছা জানিয়েছেন। এক বার্তায় তিনি বলেন, সেনাবাহিনীর বীরত্ব, অকুতোভয় মনোভাব, পেশাদারিত্ব এবং কর্তব্যের প্রতি অবিচল নিষ্ঠা, প্রশংসনীয়। সীমান্ত পারের সন্ত্রাসবাদ মোকাবিলা কিংবা দেশের অভ্যন্তরে যেকোনো চ্যালেঞ্জের সামনে তাঁদের অনমনীয় মনোভাব, আগামী প্রজন্মকে উদ্ভুদ্ধ করছে।
Site Admin | October 27, 2025 2:17 PM
ভারতীয় সেনা বাহিনী আজ ৭৯-তম ‘পদাতিক দিবস’ উদ্যাপন করছে।
 
		 
									 
									 
									 
									