ভারতীয় সেনা এক্স হ্যান্ডলের সর্বশেষ পোস্টে জানিয়েছে, শ্রীনগরের হারওয়ান এলাকার লিদওয়াসে অপারেশন মহাদেব অভিযানে গুলির লড়াইয়ে আজ তিন জঙ্গি নিহত হয়েছে। এই অভিযান এখনও চলছে এবং তল্লাশি জারি রয়েছে। কাশ্মীরের আইজিপি শ্রীনগরে আকাশবাণী সংবাদ বিভাগকে জানিয়েছেন, নিহত জঙ্গিদের পরিচয় জানার চেষ্টা চলছে। তবে ওই জঙ্গিরাই গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে বৈসরন উপত্যকায় হামলার ফলে ২৬ জনের প্রাণহানির ঘটনায় জড়িত ছিল কিনা, তা অবশ্য এই পোস্টে উল্লেখ করা হয়নি।
Site Admin | July 28, 2025 10:48 PM
ভারতীয় সেনা এক্স হ্যান্ডলের সর্বশেষ পোস্টে জানিয়েছে, শ্রীনগরের হারওয়ান এলাকার লিদওয়াসে অপারেশন মহাদেব অভিযানে গুলির লড়াইয়ে আজ তিন জঙ্গি নিহত হয়েছে।
