ভারতীয় সেনার পশ্চিমাঞ্চলীয় কম্যান্ড আজ ১৯৬৫ সালে পাকিস্তানের বিরুদ্ধে দেশের যুদ্ধজয়ের ৬০ বছর পূর্তির আবহে চন্ডীমন্দির ক্যান্টনমেন্টে ৭৯ তম রাইজিং ডে উদযাপন করছে। সেনার পশ্চিমাঞ্চলীয় সদর দপ্তরে বাহিনীরপ্রধান লেফট্যানেন্ট জেনারেল মোহিত ওয়াধওয়া, বীর স্মৃতি স্মারকে জিওসি ইন সি-র হয়ে শহীদ সেনানীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। অপারেশন সিন্দুর এবং পাঞ্জাব, হিমাচল প্রদেশ এবং জম্মু কাশ্মীরে ভয়ঙ্কর বন্যায় ত্রাণ ও উদ্ধারকাজে সেনার অদম্য দক্ষতার প্রশংসা করেন পশ্চিমাঞ্চলীয় কম্যান্ডের জি ও সি –ইন সি লেফট্যানেন্ট জেনারেল মনোজ কুমার কাটিয়ার।
Site Admin | September 15, 2025 10:01 PM
ভারতীয় সেনার পশ্চিমাঞ্চলীয় কম্যান্ড আজ ১৯৬৫ সালে পাকিস্তানের বিরুদ্ধে দেশের যুদ্ধজয়ের ৬০ বছর পূর্তির আবহে চন্ডীমন্দির ক্যান্টনমেন্টে ৭৯ তম রাইজিং ডে উদযাপন করছে।
