ভারতীয় সংবিধানের ২০০ ও ২০১ ধারার অধীনে আনা বিলে রাষ্ট্রপতি ও রাজ্যপালের অনুমোদনের বিষয়ে আদালত কোনো সময়সীমা বেঁধে দিতে পারেনা বলে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে ।
প্রধান বিচারপরি বি আর গাভাই-এর নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ আজ সর্বসম্মতিক্রমে জানিয়েছেন, রাজ্য বিধানসভায় পাশ হওয়া কোনো বিলে রাজ্যপাল সংবিধানের ২০০ ধারার অধীনে অনুমোদন দিতে দেরী করলে তা’ হবে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার পরিপন্থী।
কোনো বিলে রাষ্ট্রপতি ও রাজ্যপালের অনুমোদন প্রদানে সময়সীমা নির্ধারণ সংক্রান্ত ‘প্রেসিডেন্সিয়াল রেফারেন্স’-এর বিষয়ে এই রায়।
উল্লেখ্য, তামিলনাড়ু-র ১০ টি বিলে রাজ্যপাল আর এন রবি অনুমোদন প্রদানে বিলম্ব করায় সুপ্রিম কোর্টের দুই সদস্যের বেঞ্চ বিষয়টি বেআইনি এবং পক্ষপাতদুষ্ট বলে রায় দেন।