October 20, 2025 9:52 PM

printer

ভারতীয় শেয়ার বাজারে আজ উচ্চগতি লক্ষ্য করা গিয়েছে।

ভারতীয় শেয়ার বাজারে আজ উচ্চগতি লক্ষ্য করা গিয়েছে। বম্বে স্টক এক্সচেঞ্জের শেয়ার সূচক সেনসেক্স আজ ৪১১ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৮৪ হাজার ৩৬৩ পয়েন্টে বন্ধ হয়। অন্যদিকেন্যাশনাল স্টক এক্সচেঞ্জের শেয়ার সূচক নিফটি এদিন ১৩৩ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ২৫ হাজার ৮৪৩ পয়েন্টে বন্ধ হয়।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।