ভারতীয় রেল যাত্রীদের নিরাপত্তা বৃদ্ধির জন্য দূরপাল্লার ট্রেনের সব কামরায় সিসিটিভি ক্যামেরা লাগানোর সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ এবং রেল প্রতিমন্ত্রী রবনীত সিং বিট্টু ইঞ্জিন এবং কামরাগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপনের অগ্রগতি পর্যালোচনা করেছেন। এই ক্যামেরাগুলি দুর্বৃত্তদের শনাক্ত করতে সাহায্য করবে। যাত্রীদের গোপনীয়তা রক্ষা করার জন্য, দরজার কাছে সাধারণ চলাচলের জায়গায় সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে।
শ্রী বৈষ্ণ ৭৪ হাজার ট্রেনের কামরা এবং ১৫ হাজার রেল ইঞ্জিনে সিসিটিভি ক্যামেরা লাগানোর অনুমোদন দিয়েছেন। প্রতিটি কামরায় চারটি ক’রে এবং প্রতিটি ইঞ্জিনে ছ’টি ক’রে সিসিটিভি ক্যামেরা থাকবে। মন্ত্রী এব্যাপারে সবচেয়ে উন্নত সরঞ্জাম যাতে ব্যবহার করা হয়, তার ওপর জোর দিয়েছেন। তিনি, ১০০ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে এবং কম আলোতে চলমান ট্রেনগুলির জন্যও যাতে উচ্চমানের ফুটেজ পাওয়া নিশ্চিত করা যায়, তার জন্য রেল আধিকারিকদের প্রতি আহ্বান জানিয়েছেন।
রেলমন্ত্রী ইন্ডিয়া-AI মিশনের সহযোগিতায়, সিসিটিভি ক্যামেরার ডেটাতে কৃত্রিম মেধা প্রযুক্তি ব্যবহার করতে আধিকারিকদের উৎসাহিত করেছেন।