December 25, 2025 9:48 PM

printer

ভারতীয় রেল আগামীকাল থেকে তাদের ভাড়া কাঠামোয় পরিবর্তন করছে।

ভারতীয় রেল আগামীকাল থেকে তাদের ভাড়া কাঠামোয় পরিবর্তন করছে। এই সংশোধিত ভাড়া কাঠামোয় শহরতলির ট্রেন পরিষেবা এবং সিজন টিকিটের ভাড়ার কোনও পরিবর্তন করা হয়নি। সংশোধিত ভাড়া, আগামীকাল থেকে নতুন টিকিট কাটার ক্ষেত্রে কার্যকর হবে। আগে কাটা টিকিটের ক্ষেত্রে কোনও অতিরিক্ত মূল্য দিতে হবে না।

সাধারণ দ্বিতীয় শ্রেণীর কামরায় ২ শো ১৫ কিলোমিটার পর্যন্ত যাত্রীভাড়া বাড়েনি। ২ শো ১৬ থেকে, ৭ শো ৫০ কিলোমিটার দূরত্ব পর্যন্ত ভাড়া বেড়েছে পাঁচ টাকা। এছাড়াও, ৭ শো ৫১ কিলোমিটার থেকে ১ হাজার ২ শো ৫০ কিলোমিটার পর্যন্ত ১০ টাকা ভাড়া বেড়েছে। ১ হাজার ২ শো ৫১ কিলোমিটার থেকে ১ হাজার ৭ শো ৫০ কিলোমিটার দূরত্ব পর্যন্ত ১৫ টাকা এবং তারপর ২ হাজার ২ শো ৫০ কিলোমিটার দূরত্ব পর্যন্ত ২০ টাকা ভাড়া বৃদ্ধি পাচ্ছে।

শহরতলির বাইরে দূরপাল্লার ট্রেনে স্লিপার শ্রেণীর সাধারণ এবং প্রথম শ্রেণীর কামরায় প্রতি কিলোমিটারে ১ পয়সা হারে ভাড়া বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও, মেল ও এক্সপ্রেস ট্রেনে এসি ও নন-এসি উভয় কামরার ক্ষেত্রেই কিলোমিটার পিছু দু’পয়সা ক’রে ভাড়া বাড়ছে।

তবে, ভাড়া বৃদ্ধি ঘটলেও জি এস টি হার অপরিবর্তিত থাকছে বলে রেল মন্ত্রক জানিয়েছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।