December 31, 2025 5:08 PM

printer

ভারতীয় রপ্তানিকারকদের বিশ্ব বাজারে সহজে প্রবেশ করার সুযোগ করে দিতে সরকার তাদের জন্য মার্কেট অ্যাক্সেস সাপোর্ট – এম এ এস কর্মসূচি চালু করেছে।

ভারতীয় রপ্তানিকারকদের বিশ্ব বাজারে সহজে প্রবেশ করার সুযোগ করে দিতে সরকার তাদের জন্য মার্কেট অ্যাক্সেস সাপোর্ট – এম এ এস কর্মসূচি চালু করেছে। এই কর্মসূচীর মূল লক্ষ্য হল, ক্ষুদ্র, অতি ক্ষুদ্র এবং মাঝারি শিল্পোদ্যক্তা সহ ভারতীয় রপ্তানিকারকদের আন্তর্জাতিক বাজারে প্রবেশ শক্তিশালী করে তোলা। বাণিজ্য ও শিল্প মন্ত্রক জানিয়েছে, এম এ এস কর্মসূচি বিশ্ব বাজারে ক্রেতাদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধিতে সাহায্য করবে। এর মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্য মেলা, প্রদর্শনী প্রভৃতির আয়োজন ক’রে ভারতীয় রপ্তানিকারকদের সহায়তা করা হবে।

উল্লেখ্য, চলতি বছরের ১২ই নভেম্বর কেন্দ্রীয় মন্ত্রীসভা এই প্রকল্পটিকে ছাড়পত্র দেয়। এই প্রকল্পটি ২০২৫-২৬ অর্থবর্ষ থেকে ২০৩০-৩১ অর্থবর্ষের মধ্যে ২৫ হাজার কোটি টাকারও বেশি রপ্তানি সহায়ক পরিকাঠামো গড়ে তুলতে সাহায্য করবে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।